আমার দেহখান’ গানের গায়ক পিয়াল সড়ক দুর্ঘটনায় মারা গেছেন

 




তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়তা পাওয়া নতুন ব্যান্ড ‘অড সিগনেচার’ ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে । শনিবার (১১ মে) এ দুর্ঘটনায় ব্যান্ডটির গায়ক ও গিটারিস্ট আহাসান তানভীর পিয়াল ও গাড়িচালক নিহত হয়েছেন। খবরটি ব্যান্ডের ফেসবুক পেজ থেকে নিশ্চিত করা হয়েছে।


অড সিগনেচারের পেজ থেকে এদিন সকালে একটি পোস্টে বলা হয়, সিলেট যাওয়ার পথে নরসিংদী পাচদোনা ডিম হলিডে পার্কের সামনে ‘অড সিগ্নেচার’ এর গাড়ি মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হয়। এতে ব্যান্ডের সকল সদস্য মারাত্মকভাবে আহত হয়। ড্রাইভার সাহেব ‘সালাম’ আর ব্যান্ডের অন্যতম সদস্য আহাসান তানভীর পিয়াল এই দুর্ঘটনায় নিহত হন।

বাকিদের অবস্থা আশঙ্কাজনক।

এমন পোস্টের পর শোকের বন্যা বইছে সংগীতপ্রিয় তারুণ্যের মধ্যে। পিয়ালের ছবি ও গান শেয়ার করে বহু মানুষ স্মৃতি আওড়াচ্ছেন।


অড সিগনেচার তরুণ প্রজন্মের কাছে খুব অল্প সময়ে জনপ্রিয়তা পাওয়া একটি ব্যান্ড। ২০১৭ সালে এর আত্মপ্রকাশ। শ্রোতাদের কাছে গল্প ভিত্তিক গানের কারণে জনপ্রিয় দলটি। ব্যান্ডটির গানগুলোর মধ্যে ঘুম, আমার দেহখান, দুঃস্বপ্ন অন্যতম।



মন্তব্যসমূহ

নামহীন বলেছেন…
Miss you boss