সাতক্ষীরায় এনবিএ এর করোনা সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ

 





সাতক্ষীরায় এনবিএ এর করোনা সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত। 


সাতক্ষীরা, ২২ জুন:

আবারও হানা দিয়েছে করোনা ভাইরাস। বর্তমান পরিস্থিতিতে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ন্যাশনাল ব্রাইটেন অ্যাসোসিয়েশন, সাতক্ষীরা শাখা এক উদ্যোগ নিয়েছে করোনা প্রতিরোধে। আজ ২২ জুন শনিবার, সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজ্জাক পার্ক শহীদ মিনার চত্বর-সহ সাতক্ষীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অনুষ্ঠিত হয় করোনা সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ কর্মসূচি। 


এই কার্যক্রমের আওতায় রাজ্জাক পার্ক, নিউ মার্কেট, পাকাপোল মোড়, শহীদ আসিফ চত্ত্বর, জজকোর্ট মোড় সহ বিভিন্ন স্থানে সাধারণ জনগণের মাঝে প্রায় ১,০০০+ জনকে লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়। মূলত করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতি ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে জনগণকে সচেতন করাই ছিলো এই প্রচারণার মূল উদ্দেশ্য। 


এই কর্মসূচি সম্পর্কে ন্যাশনাল ব্রাইটেন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুদীপ্ত দেবনাথ বলেন, 


> “সাতক্ষীরায় করোনায় ইতোমধ্যে ৪-৫ জন আক্রান্ত হয়েছেন এবং একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই বাস্তবতায় আমরা চেষ্টা করছি মানুষকে সচেতন করার, যেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায়।”



ক্যাম্পাস সম্পাদক নাজিফা নিশাত নুহা জানান, 


> “আমাদের এই উদ্যোগ চলমান থাকবে। আমরা চাই, মানুষ সচেতন হয়ে নিজেকে এবং সমাজকে নিরাপদ রাখুক।”




মিডিয়া সম্পাদক করিমন নেছা শান্তা বলেন, 


> “আমরা চাই সাতক্ষীরা করোনা মুক্ত হোক। তাই প্রতিটি মানুষকে সচেতন করাই আমাদের প্রধান লক্ষ্য।”




এ কর্মসূচিকে উৎসাহিত করতে সাতক্ষীরা সদর থানা পুলিশের কয়েকজন সদস্যও কার্যক্রমে সহায়তা ও উৎসাহ প্রদান করেন।

এই ধরনের সামাজিক উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

মন্তব্যসমূহ