সাতক্ষীরাকে নতুন এক রুপ দিল শিক্ষার্থীরা

 আমাদের দেশের শহরগুলো পরিষ্কার,সংস্কার ও উন্নতকরণের দায়িত্ব  সকল জেলার শিক্ষার্থীদের মতো সাতক্ষীরার শিক্ষার্থীরাও  কাধে তুলে নিয়েছে। সাতক্ষীরা শহরে "ট্রাফিক আইন ও শহর পরিষ্কার কর্মসূচি " গ্রুপের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়।  সকলে একসাথে সাতক্ষীরা শহরকে সাজিয়ে তুলতে এই কর্মসূচিতে অংশ নেয়। 



সকাল ১০ টা ৩০ মিনিট থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলে বিকাল পর্যন্ত। দুবৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত ও অপরিচ্ছন্ন জেলা থানা সহ সাতক্ষীরা শহরের বিভিন্ন রাস্তা পরিষ্কার করা হয়। আজ শহর পরিষ্কারে বের হতেই কিছুক্ষণের মধ্যেই আশেপাশের মানুষেরা যে যার সাধ্যমত এগিয়ে আসে। যেসব স্যারদের কাছে আমরা পড়ি তারা ঝাড়ূ, বেলচা ইত্যাদি দিলেন, কিছু আংকেল বিস্কুট, পানি, কোক ইত্যাদি নিয়ে আসলেন আমাদের জন্য। দূর থেকে অনেকেই তাকিয়ে ছিলেন, সবার চোখেমুখে তৃপ্তি। আসলে প্রত্যেকেই  চায় নিজের শহর সুন্দর থাকুক। আজ থেকে সবাই শুধু নিজের দায়িত্বটুকূ পালন করবে , নিজের হাতে শহরটাকে আর ময়লা করেন না এই প্রতিগ্যাও করে শহরবাসী। সাতক্ষীরার গুরুত্বপূর্ণ সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে সারাদিন কাজ করে স্কুল- কলেজের শিক্ষার্থীরা। ফলে, সড়কে যান চলাচল স্বাভাবিক থাকে। এদিকে শিক্ষার্থীরা বিভিন্ন সড়ক পরিষ্কার ও মানুষকে শহর পরিচ্ছন্ন রাখতে সচেতন করে। ফলে, সাতক্ষীরা যেন এক নতুন রুপে সেজে ওঠে। 


মন্তব্যসমূহ